কোরবানী কার উপর ওয়াজিব?
কোরবানী কার উপর ওয়াজিব?
কোরবানী ওয়াজিব হওয়ার জন্য পুরুষ হওয়া কি শর্ত?
কুরবানী একটি ইসলামী ধর্মীয় প্রথা যা ঈদ-উল-আযহা উপলক্ষে পালন করা হয়। এই প্রথায়, মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন। সাধারণত ভেড়া, গরু, ছাগল, মহিষ ইত্যাদি পশু কুরবানি করা হয়। কুরবানী করা পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়: এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং এক ভাগ গরীব ও দরিদ্রদের মাঝে বিতরণের জন্য।
কুরবানীর প্রথা ইব্রাহীম (আঃ) ও তার পুত্র ইসমাইল (আঃ)-এর কাহিনীর সঙ্গে সম্পৃক্ত। কুরআন অনুযায়ী, আল্লাহর নির্দেশে ইব্রাহীম (আঃ) তার পুত্র ইসমাইল (আঃ)-কে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আল্লাহর করুণায় ইসমাইল (আঃ)-এর পরিবর্তে একটি পশু কুরবানি করা হয়। এ ঘটনার স্মরণে মুসলিমরা কুরবানী করে থাকি।