১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত হিন্দুত্ববাদী জঙ্গিদের হাতে অযোধ্যাহর শতাব্দীর প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণার মাধ্যমে কলঙ্কের জন্ম দিল আজ। বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিশপ্ত মানবতা বিরোধী হিন্দুত্ববাদী জঙ্গি বিজেপির অনেক সিনিয়র নেতাসহ সকল অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির কথিত আদালত! যা বিশ্বের সকল বিবেকবান মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই রায়ের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি, সেই সাথে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সাজানো এই রায়কে। স্বৈরাচার সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির আদালতে মুসলিমরা ন্যায়বিচার পাবেনা, এটা আগে থেকেই শতভাগ নিশ্চিত আমরা। বাংলাদেশের ৯২ ভাগ জনগণ এই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তাই সরকারের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, অধিকাংশ জনগনের সেন্টিমেন্টকে বিবেচনায় এনে রাষ্ট্রীয়ভাবে এই রায়ের প্রতিবাদ জানানো হোক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইংশাআল্লাহ আবার একদিন বাবরি মাসজীদ আবাদ হবে।