সাহাবীদের নামাজ

0
2052


হযরত হাতেম আছাম্ (রাঃ) কে কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, “আপনি কিভাবে নামাজ পড়েন?”
তদুত্তরে তিনি বলিলেন, “নামাজের সময় হইলে আমি অজু করতঃ কিছুক্ষণ জায়নামাজে বসিয়া থাকি, যেন
দৈহিক অস্থিরতা সম্পূর্ণরূপে দূর হইয়া যায়। তারপর নামাজে দাঁড়াই, তখন মনে করি আল−াহ্র ঘর আমার
সম্মুখে, পুলসিরাত আমার পায়ের নীচে, ডান দিকে বেহেশ্ত ও বাম দিকে দোজখ, আমার পশ্চাতে মালাকুল
মউত দন্ডায়মান, আর হয়ত ইহাই আমার জীবনের শেষ নামাজ। এমনি একাগ্রতা ও ভাবাতুর অন্তর লইয়া
আমি নামাজ শেষ করি।’’